Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে স্কুল পড়ুয়ারা নামছে এই কাজে

শিলিগুড়িতে স্কুল পড়ুয়ারা নামছে এই কাজে

শিলিগুড়ি, ২৪ নভেম্বর: শিলিগুড়ি ছেয়ে গেছে ডেঙ্গিতে। প্রতিটি ঘরে ঘরে আক্রান্ত এই রোগে। দিন দিন আক্রান্তদের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলো ভিড়। জায়গা নেই অনেক নার্সিংহোমে। এই পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। কিন্তু তারপরও কমেনি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে তাই সচেতন করতে নেমেছে স্কুল পড়ুয়ারা। পথচারী, হায়দরপাড়া বাজারের ব্যবসায়ী থেকে উত্তরবঙ্গ ক্ষেত্রিয় গ্রামীণ ব্যাংকের শাখা প্রবন্ধক সকলের ডেঙ্গু জ্বরের সচেতনতা বৃদ্ধি করতে হায়দরপাড়া বুদ্ধভারতী উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)-এর শিশু শিক্ষার্থীরা প্রচার পত্র পৌঁছে দিচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক স্বপন নন্দী বলেন, এভাবে যদি সবাই এগিয়ে আসে তবে সচেতন হতে পারে। সাধারণত ডেঙ্গির মশা জন্মায় জমা জলে। তাই আমাদেরকে চারদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জল জমতে না দেওয়া এবং ডেঙ্গুর লক্ষণ হলে চিকিৎসা করা। সময়মতো হাসপাতালে পৌঁছানো। পর্যাপ্ত জল খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা। এই সমস্ত বিষয় নিয়েই সচেতন করছে স্কুলের পড়ুয়ারা।