Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর রমেশ্বর প্রসাদ গুপ্তা তৃণমূলে

শিলিগুড়িতে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর রমেশ্বর প্রসাদ গুপ্তা তৃণমূলে

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারি: শিলিগুড়িতে শক্তি বাড়ল তৃণমূলের। পুর ভোটের মুখে আবারও যোগদান। বৃহস্পতিবার শিলিগুড়ির ৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল যোগদান পর্ব। সেখানে ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার, সদ্য তৃণমূলে আসা পরিমল মিত্র। এদিন গৌতম দেব সি পি এম-র প্রাক্তন কাউন্সিলর রমেশ্বর প্রসাদ গুপ্তা, কংগ্রেস থেকে মহঃ ফিরোজ, সি পি এম-র মহিলা সমিতির আবেদা বেগমকে তৃণমূলের পতাকা তুলে দেন। তারা সহ সহ ১০০ জন কংগ্রেস ও সি পি এম-র কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। তাদের দলে নিয়ে গৌতম দেব বলেন, বাম ও কংগ্রেসের এই অনৈতিক জোট তারা মানতে পারছেন না। তাই এদিন ওই সমস্ত দল ছেড়ে তৃণমূলে এলেন। যারা এদিন পতাকা তুলে নেন, তারা বলেন, বাম কংগ্রেস থেকে শিলিগুড়ির উন্নয়ন হবে না। মমতা ব্যানার্জীর দলে তাই এলাম।