শিলিগুড়িতে বাইক দুর্ঘটনায় মৃত বেলাকোবার যুবকের

শিলিগুড়ি, ২ জানুয়ারি: শিলিগুড়ির গোরা মোড়ের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। নতুন বছরের রাতে শিলিগুড়ি থেকে কাজ থেকে বেলাকোবা বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় প্রসেনজিতের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তায় একটি ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। অন্ধকারে তা খেয়াল করেনি প্রসেনজিৎ। মোটর বাইক নিয়ে সোজা ট্রাকের পেছনে ধাক্কা মারে সে। দুর্ঘটনায় মাথা এবং বুকে গুরুতর আঘাত পায় প্রসেনজিৎ রায়। স্থানীয় লোকজন এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রসেনজিৎ রায়কে উদ্ধার করে নিয়ে আসে শিলিগুড়ি জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রসেনজিৎ রায়ের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।