শিলিগুড়ি, ১৪ মে: এবার শিলিগুড়ির পথে দেখা মিলল যমরাজের। মুখে মাস্ক, গলায় জড়ানো এক প্লাকার্ট। এভাবেই শিলিগুড়ি জংশন থেকে হিলকার্ট রোড ধরে ধরে যমরাজ ঘুরে বেড়াল রাজপথে।পথচারী মানুষদের করোনা নিয়ে সচেতন করলেন তিনি। এর পাশাপাশি যেতে যেতে রিক্সা চালক ও অসহায় মানুষদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন। এমন অভিনব কর্মসূচি নিয়েছেন কলকাতা পুলিশের কর্মী তথা সমাজকর্মী বাপন দাস।
এর আগে তিনি একাধিক কর্মসূচি নিয়েছেন। করোনার জন্য তিনি এবার সচেতন করতে মাঠে নামলেন। তিনি বার্তা দিতে চাইলেন যমরাজের মুখে মাস্ক তারও করোনা ভয়। আর আপনারা ছাড়া বের হবেন না। শহরের মানুষের এদিন অভিনব এই সাজ দেখল। করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির স্টুডেন্টস সোসাইটি। তাদের সদস্যরাও আজকে এই উদ্যোগে সামিল হয়েছিল।