শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারি-
এই তারকা গায়ক অবশ্য চলেন মাটিতে পা রেখেই। বাংলা তথা জিয়াগঞ্জের মানুষের জন্য সবসময় পাওয়া যায় তাঁকে। তাঁর কণ্ঠ লাইভ শোনার জন্য রীতিমতো পাগল ভক্তরা।
এবার ভক্তদের জন্য আরও বড় সুখবর। ১ এপ্রিল শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট আয়োজিত হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই শো অনুষ্ঠিত হবে। টিকিটের দাম কত হতে চলেছে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে একসঙ্গে যাতে বহু মানুষ এই শো দেখতে পারেন সেই জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। কলকাতা কনসার্ট এবশোয়ের ডায়মণ্ড টিকিট বিক্রি হয়েছিল ৭৫ হাজারে।
সুরের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। বলিউড থেকে টলিউড, একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন। মাটির মানুষ অরিজিৎ সিং এবার আসতে চলেছেন শিলিগুড়িতে।
সম্প্রতি শো’য়ের একটি পোস্টারও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১ এপ্রিল শিলিগুড়িতে আসছেন অরিজিৎ সিং। অনেকেই ভাবছেন হয়তো এপ্রিল ফুল করা হচ্ছে। কিন্তু না, এমনটা ভাবলে আপনিই বোকা হবেন। ১ এপ্রিলই শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট হচ্ছে।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই কনসার্ট হবে। প্রচুর দর্শক যাতে আসতে পারেন সেকারণেই স্টেডিয়ামে কনসার্টটি হবে। তবে টিকিটের দাম কি থাকছে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে যেখানে এই কনসার্টের ব্যাপারে সমস্ত তথ্য জানানো হবে। কত টিকিট থাকছে ও টিকিটের কি দাম থাকছে সবটাই জানানো হবে। অনলাইনে শোয়ের টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।
শিলিগুড়িতে কনসার্ট নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে।
এখন অপেক্ষা শুধু।