শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি: শিলিগুড়িতে ধরা পড়ল এক যুবক। তার নাম এস কে হাবিব। আগ্নেয়াস্ত্র সহ সিকিমবাসী ওই যুবককে গগ্রেপ্তার করে পুলিশ। গোপন সুত্রে খবরের ভিত্তিতে শহরের চম্পাসারী এলাকার সার্কিট হাউজ সংলগ্ন মসজিদ মোড়ে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অটোমেটিক পিস্তল ও ৫টি তাজা কার্তুজ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত যুবক সিকিমের বাসিন্দা। তবে কিছুদিন যাবৎ চম্পাসারী এলাকায় ভাড়া থাকতে শুরু করে। এদিন যুবক পিস্তল ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কার কাছে আনে কিংবা বিক্রির উদ্দেশ্য ছিল তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্র কেনাবেচার সাথে যুক্ত সে। ধৃত যুবকের সাথে আরও কেউ জড়িত থাকতে পারে। তাই ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।