Home খেলাধূলা শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে এসআইটি চ্যালেঞ্জার্স কাপ

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে এসআইটি চ্যালেঞ্জার্স কাপ

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি: আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে এসআইটি চ্যালেঞ্জার্স কাপ নামে অনুর্ধ্ব–১৬ বছরের খেলোয়ারদের নিয়ে ওই টুর্নামেন্ট শুরু হবে। শেষ হবে ৬ মার্চ। শিলিগুড়ির আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। থাকছে শিলিগুড়ি ইন্সিটিউট অফ টেকনোলজির নিজস্ব দলও। এছাড়াও থাকছে বাঘাযতীন ক্রিকেট কোচিং সেন্টার, জাগরণী সঙ্ঘ, দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুরজ ইন্সিটিউট অফ ক্রিকেট, অগ্রগামী সঙ্ঘ, নর্থবেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টার জলপাইগুড়ি ও চম্পাসারি ক্রিকেট অ্যাকাডেমি। এদিন লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি করা হয়। প্রথম ম্যাচে অংশ নেবে চম্পাসারি ক্রিকেট অ্যাকাডেমি ও অগ্রগামী সঙ্ঘ। প্রতিদিন ৩০ ওভারের একটি করে খেলা হবে। প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার থাকবে। এছাড়াও ফাইনালের দিন ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হবে। চ্যাম্পিয়ন দলের জন্য আর্থিক পুরস্কারও থাকছে। এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে এসআইটির ডিরেক্টর প্রদোষ অধ্বর্য্যু বলেন, ‘‌শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হয়েছে। এখানে চারটে প্র‌্যাকটিস পিচ আছে। এছাড়াও খেলার জন্য আলাদা পিচ আছে। শুধু এসআইটির পড়ুয়ারাই নয়, স্থানীয়রাও এই অ্যাকাডেমির অংশ হতে পারবেন।’‌ ক্রিকেট অ্যাকাডেমির কোচ অভিষেক শিকদার জানান, ভাল খেলোয়ার তৈরি করাই আমাদের অ্যাকাডেমির লক্ষ্য।
স্থানীয় ক্রিকেট প্রতিভাকে তুলে ধরার জন্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি।