শিলিগুড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি: শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ ফেব্রুয়ারী) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শহীদের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।