শিলিগুড়িতে আজ করোনার আক্রান্ত দুইজনকে নিয়ে যাওয়া হল

শিলিগুড়ি, ১৮ মে: শিলিগুড়িতে এবার দুই জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। দেড় মাস পর দুইজনের শরীরে করো না ধরা পরল এই শহরে। স্বাভাবিক কারণেই অস্বস্তি বাড়িয়ে দিল এই ঘটনায়। জানাগেছে এরা দু’জনেই হোম কোয়ারান্টিনে ছিলেন। গত ১২ মে শিলিগুড়ি হাসপাতালে তারা দেখান। এরপর লালারস নিয়ে পরীক্ষা করা হয়। সোমবার তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। এমনটাই জানানো হয়েছে জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানিয়েছেন, দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মাটিগাড়া কোভিড হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু হয়। তারা যে এলাকায় ছিলেন সে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে টিম। তবে এব্যপারে অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। লকডাউন মানার আবেদন জানানো হয়েছে। শিলিগুড়ি পুর এলাকায় ২ করোনা আক্রান্তের হদিস মেলার পরে ঘটনাস্থলে যায় শিলিগুড়ি পুরো নিগমের স্বাস্থ্য দপ্তরের টিম। শিলিগুড়ির মহকুমা শাসক। সেই সঙ্গে পুর নিগমের পক্ষ থেকে ওই দুই এলাকা জীবাণুমুক্ত করা হয়। ব্যারিকেড দেওয়া হয় ওই দুই এলাকায়।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে দু’জনেই হোম কোয়ারান্টিনে ছিলেন। আক্রান্তদের মধ্যে একজন শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়ার বাসিন্দা এবং অপরজন শিলিগুড়ির ২৭ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, দেশবন্ধুপাড়ার বাসিন্দা। তাদের বাইরে থেকে আসার যোগসূত্র আছে। একজন অসম অন্যজন রাজস্থানের কোটা থেকে এসেছেন বলে জানাগেছে। সম্প্রতি গুয়াহাটি থেকে এসেছেন একজন। সেখানে কাজ করতেন। তাকে নিয়ে নিয়ে আসা হয়েছে। জোছনাময়ী স্কুলের পাশে একটি আবাসনে থাকেন তিনি। করোনা আক্রান্ত ডাঙ্গীপাড়ার বাসিন্দা ফল বিক্রেতা বলে জানাগেছে। তিনি ঠেলা করে ফল বিক্রি করতেন বলে জানা গেছে।
এর আগে ৩০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছিল কালিম্পংয়ের এক বাসিন্দা মহিলার। এরপর ২ এপ্রিল শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে মৃত্যু হয় এক রেলকর্মীর।
এবার আরও শিলিগুড়িতে ২ জনের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেসনে দুইজন ভর্তির হলেও তাদের রিপোর্ট আসেনি। ডিসান সারি হাসপাতালে নতুন করে করোনানা সন্দেহে ১০ জন ভর্তি। তাদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিলিগুড়ির এই দুই আক্রান্ত ভর্তি হওয়ার পর মাটিগাড়া কোভিড হাসপাতালে এখন ভর্তি হলেন ৮ জন।