Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে লকডাউন ভাঙ্গায় ধরপাকড় শুরু

শিলিগুড়িতে লকডাউন ভাঙ্গায় ধরপাকড় শুরু

শিলিগুড়ি, ৩ এপ্রিল: লকডাউন অমান্য করায় এবার কড়া হাতে দমন করছে পুলিশ। আইন ভঙ্গকারীদের ধরপাকড় শুরু হল শিলিগুড়িতে। করোনা আটকাতে চলছে সারাদেশ জুড়ে লকডাউন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এক শ্রেণীর লোক বিনা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার যে উদ্দেশ্য তা লঙ্ঘিত হচ্ছিল। পুলিশের বিরুদ্ধে তাদের ভূমিকা একটা সময় অভিযোগ ওঠে। পুলিশ কাজ করছে না বলেও অনেকে মন্তব্য করেন অনেকে। এবার তার পরিপ্রেক্ষিতেই শুরু হল ধরপাকড়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেট আইন ভঙ্গকারীদের দমন করছে কড়া হাতে। রাস্তায় বের হলেই আবার আটক। অতি অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া কেউ রেহাই পাবে না পুলিশের হাত থেকে। তাই অযথা ঘোরাঘুরি না করে ঘরে থাকার পরামর্শ পুলিশের।