শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের পর তিন কর্মীর করোনা

শিলিগুড়ি, ২০ জুন: শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র এবং বর্তমানে পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের পর আজ পুরনিগমের তিন কর্মীর করোনা ধরা পড়েছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন অশোকবাবু। বিষয়টি নিয়ে শিলিগুড়ি জুড়ে আলোচনা শুরু হওয়ায় সস্ত্রীক লালার নমুনা পরীক্ষাও করান। প্রথম রিপোর্ট নেগেটিভ এলেও তার অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পুনরায় লালারস পরীক্ষা করতে দেওয়ার পর বুধবার অশোক ভট্টাচার্যের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।
গত কিছুদিন থেকে যারা অশোকবাবুর সংস্পর্শে এসেছেন তাদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তাঁদের মধ্যে ৩ জন পুরনিগমের কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। ওই তিন জনের মধ্যে পুর কমিশনারের আপ্ত সহায়ক ও সচিবের আপ্ত সহায়ক রয়েছেন। এই ঘটনায় পুরনিগমের কর্মীদের মধ্যে এবং শিলিগুড়ি শহরের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।