Home ক্যাম্পাস শিলিগুড়ি কলেজের পোশাকে হটাৎ করে টাই বদল

শিলিগুড়ি কলেজের পোশাকে হটাৎ করে টাই বদল

শিলিগুড়ি, ২৪ নভেম্বর: শিলিগুড়ি কলেজে এবার টাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কলেজের নিজস্ব ইউনিফর্ম রয়েছে। কয়েক বছর ধরে কলেজে ইউনিফর্ম চালু করেছে কলেজ কর্তৃপক্ষ। তাতে টাই নির্ধারণ করেছে কে কোন ইয়ারে পড়াশোনা করে। দেখা গেছে টাই-এর উপরে একটি দাগ থাকলে সে প্রথম বর্ষ, দুটি দাগ থাকলে দ্বিতীয় বর্ষ এবং তিনটি থাকলে তৃতীয় বর্ষে পড়ছে। এবার আবার হঠাৎ করেই বদল চলে এসেছে তাতে। টাই পুরোটাই কালো করা হয়েছে। তাতে লাগানো লোগো। অন্যটি অনেকগুলো দাগ। আগের মতো নির্দিষ্ট করে কোন দাগ নেই। এনিয়েই শুরু হয়েছে বিতর্ক। হঠাৎ করেই পরিবর্তন কেন জানতে চাইছেন কলেজের ছাত্র সংসদ থেকে সাধারণ ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জি বলেন, এতদিন নির্দিষ্টভাবে চিহ্নিত করা যেত এ কোন ইয়ারে পড়ে। এবার সে সুযোগ থাকছে না। হঠাৎ করেই কয়েকজন বিষয়টি আমাদেরকে জানায়। এরপর আমরা লক্ষ করি। টাই পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন নিয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইবো।পাশাপাশি দাবি করব যাতে আগের নিয়মে ফিরিয়ে আনা হয়। এতে তাদের চিহ্নিত করতে সুবিধা হবে।