শিলিগুড়ির ঝংকার মোড় এলাকায় রেলে কেটে মৃত্যু

শিলিগুড়ি,২৮ নভেম্বর: রেলে কেটে মৃত্যু হল এক ব্যক্তির শিলিগুড়ি ঝংকার মোড় এলাকায় এই ঘটনা। আজ বৃহস্পতিবার বর্ধমান রোড এর ওপর ঝংকার মোড় সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটে। আত্মহত্যা না দুর্ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। জানা গেছে এদের দুপুরে হঠাৎই স্থানীয়রা দেখেন এক ব্যক্তির দ্বিখণ্ডিত দেহ পড়ে রয়েছে রেল লাইনের মাঝে। একাংশ লাইনের ভিতর অন্য অংশ রেললাইনের বাইরে। কোমরের উপরের অংশ থেকে দ্বিখন্ডিত হয়ে গেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা অন্য ব্যবসায়ীরা। পরে খবর দেন পুলিশে। দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে। জানার চেষ্টা হচ্ছে এই ব্যক্তির পরিচয়।