Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষা মন্ত্রী

শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষা মন্ত্রী

শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার শিলিগুড়িতে কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে জানতে চান পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অভাব অভিযোগ সমস্যা রয়েছে কিনা। এদিন তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, এবার মাধ্যমিক পরীক্ষা সর্বত্র শান্তিপূর্ণভাবে হচ্ছে। দুই-একটি পরীক্ষার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে যারা এবং যেসব ছাত্রছাত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ওই ছাত্র-ছাত্রী যাতে আগামী ৩ – ৪ বছর পরীক্ষা দিতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হতে পারে।
অন্যদিকে, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে আশ্চর্য তথা রাজ্যপাল শোকজ করার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সব মিটে যাবে। এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক রয়েছে।