Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে দুই মাস ধরে হবে বিদ্যুৎ সংস্কারের কাজ

শিলিগুড়িতে দুই মাস ধরে হবে বিদ্যুৎ সংস্কারের কাজ

শিলিগুড়ি, ২ ডিসেম্বর: শিলিগুড়িতে ১৩৫ কোটি টাকায় করা হচ্ছে বিদ্যুৎ সংস্কারকাজ। এই টাকায় সাজানো হবে বিদ্যুৎ ব্যবস্থাকে। সব সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করতে রাজ্যের উদ্যোগেই কাজ করছে বিদ্যুৎ বন্টন কোম্পানি। ইতিমধ্যে তার কাজ শুরু হয়ে গেছে জোন ভিত্তিতে। শিলিগুড়ির বিভিন্ন জোনে প্রতিদিনই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ করা হচ্ছে। টানা দু’মাস ধরে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত শিলিগুড়ি পুর নিগম এলাকার পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ির কিছু এলাকাতে কাজ হবে। কোথায় হবে সাবস্টেশন, কোথায় হবে বিদ্যুতের কেবল লাগানো। নতুন ট্রান্সফর্ম ইলেকট্রিক পরিবর্তন ও বিপদজনক তার দেওয়া কাজ হবে। নতুন এবং পুরনো বাবস্তাকে সংস্কার করা হলে শিলিগুড়িতে বিদ্যুৎ সঙ্কট সেভাবে আর হবে না বলেই মনে করছেন এই দফতরের কর্মীরা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন শিলিগুড়িতে সমস্যা মেটাতে। তাই মানুষের সহযোগিতা চাইতে শিলিগুড়িতে বৈঠক করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব বৈঠক করলেন। সেই বৈঠকে বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিকরা ছিলেন। মন্ত্রী বলেন অনেক কষ্ট করে এই টাকাটা আমরা পেয়েছি। এবার শিলিগুড়িতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ দিতে পারব। তবে একটু সমস্যা হবে এখন। আমরা বলেছি যত দ্রুত এই কাজগুলো শেষ করতে। তবে কোন এলাকাতে যাতে ১০ দিনের বেশি সময় ধরে কাজ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না রাখতে হয়। সেটা খেয়াল রাখতে হবে।