শিলিগুড়ি, ২৯ নভেম্বর: শিলিগুড়িতে সাত সকালে রহস্যজনক ঘটনা। শহরের দেশবন্ধু পাড়ায় রহস্য মৃত্যু হল এক বৃদ্ধ’র। নাম ফাল্গুনী ঘোষ বয়স ৪০ বছর।সাতসকালেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। একান-ওকান হতেই বিষয়টি পৌঁছে যায় পুলিশের কাছে থানা থেকে পুলিশ চলে আসে সঙ্গে সঙ্গে পুলিশে। পুলিশ গিয়ে দেখে ঘরটি পুরো অগোছালো। বাইরে থেকে দরজা বন্ধ। অথচ ভিতরে পড়ে রয়েছে দেহ। হাত পা বাধা অবস্থায়। আলমারি ভিতর কাগজপত্র ছড়ানো-ছিটানো। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠতে থাকে এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে। পুলিশ আটক করেছে ওই বৃদ্ধ’র নাতিকে। তার কথায় অসংলগ্নতা পেয়েছে পুলিশ। তবে আপাতত তদন্ত সাপেক্ষ। যেহেতু বয়স এখনো ১৮ বছর হয়নি তাই পুলিশ নাম প্রকাশে অনিচ্ছুক। এই মুহূর্তে ঘটনাস্থলে থানার পুলিশ বাহিনী।