শিলিগুড়ি: শিলিগুড়ি শুরু হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। ইরান, তুর্কি, বাংলাদেশ, জার্মানি, পেরু, লেবানন সহ বিভিন্ন দেশের সিনেমা এসেছে এবার। এবারের ২০ তম চলচ্চিত্র উৎসব শুরু হল ১৯ নভেম্বর থেকে। এই কয়েকদিন দীনবন্ধু মঞ্চে ভিড় করবেন সিনেমাপ্রেমীরা।
জানা গেছে, প্রতিদিন ১টা থেকে শো। কোনোদিন ৪ টা থেকে দেখানো হবে দ্য সাইলেন্স, বাংলা সিনেমা হালদা, রেইনবো জেলি, শ্রাবণের ধারা, কমলা রকেট।