শিলিগুড়িতে গাছে হচ্ছে এখন “কাশ্মীরি” আপেল!

শিলিগুড়ি, ৪ জুন: শিলিগুড়িতে এবার ফলছে “কাশ্মীরি” আপেল কিংবা “হিমাচলের” সুস্বাদু আপেল। রীতিমত গাছে বড় আকারের আপেল এখন নজর কাড়ছে কৃষিবিজ্ঞানীদেরও। শিলিগুড়ির মাটিতে এবং জলবায়ুতে এই ধরনের আপেল ফলে তা এবার দেখালেন কলেজ পাড়ার বাসিন্দা অজিত পাল। কেন্দ্রীয় সরকারি কর্মচারী অজিত বাবু পরীক্ষামূলকভাবেই এই আপেলের চারা লাগিয়েছিলেন তার বাড়ির ছাদে টবের মধ্যে। গাছের যত্ন-আত্তি করেন। যেমনটা অন্যান্য গাছের ক্ষেত্রে করা হয় এক্ষেত্রেও তাই করা হয়েছে। সময়মতো জল দেওয়া, মাটি ঠান্ডা রাখা। এজন্য খড় ব্যবহার করা হয়েছে। তিনি বেশিরভাগ ক্ষেত্রে জৈব সার ব্যবহার করেছেন। গাছে এরপরে ফুল আসে, ফল হয়। আর এই আপেল দেখে তিনি ব্যাপক খুশি।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফ্লোরিকালচার এন্ড এগ্রিবিজনেস ম্যানেজমেন্টের টেকনিক্যাল অফিসার অমরেন্দ্র পান্ডেও বিষয়টি দেখেছেন। তিনি এই আপেল “বাগানের” ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবং তিনি জানিয়েছেন উত্তরবঙ্গে ভাল আপেল চাষের সম্ভাবনা এর মাধ্যমে দেখা দিয়েছে। আমরা পরবর্তীতে এটা নিয়ে বিস্তর চাষের চেষ্টা করব।