শিলিগুড়িতে আবারও করোনার থাবা

শিলিগুড়ি, ১৮ মে: স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর শিলিগুড়িতে এবার দুই জনের শরীরে করনা পজিটিভ ধরা পড়েছে। স্বাভাবিক কারণেই অস্বস্তি বাড়িয়ে দিল এই ঘটনায়। শিলিগুড়ি শহরে এভাবে ফের মিলল ২ করোনা আক্রান্তের হদিস। জানাগেছে এরা দু’জনেই হোম কোয়ারান্টিনে ছিলেন। সোমবার তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। এমনটাই জানানো হয়েছে জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানিয়েছেন, দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মাটিগাড়া কোভিড হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু হবে। তারা যে এলাকায় ছিলেন সে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে টিম। তবে এব্যপারে অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। লকডাউন মানার আবেদন জানানো হয়েছে।
বিস্তারিত আসছে