এইচ.এন.ডেস্ক, ২৯ মে: শিলংয়ে পশ্চিমবঙ্গের এক বাঙালি অধ্যাপকের রহস্যজনক মৃত্যু । পশ্চিমবঙ্গের বার্ণপুরের বাসিন্দা ওই বাঙালি অধ্যাপকের নাম অরিন্দম মুখোপাধ্য়ায় (৩৪)। শিলংয়ে অধ্যাপকের ভাড়া বাড়ির শৌচালয় থেকে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।
জানা গিয়েছে, তিনি ২০১৫ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং (আইআইএম)-এ যোগ দেন। ইনস্টিটিউটের ভাড়া করা বাড়িতে তিনি একাই থাকতেন ।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ওই অধ্যাপক কলকাতায় তাঁর এক বোনকে একটি মেসেজ পাঠান। ওই মেসেজে অধ্যাপক তাঁর জীবন শেষ করে দেওয়ার কথা জানান। ওই ঘটনা তাঁর বোন অধ্যাপকের বাড়ির মালিককে জানান। এরপর বাড়ির মালিকের খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় । দরজা ভাঙার পর অধ্যাপকের ঝুলন্ত দেহটি দেখতে পায়। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সে পাঠিয়েছে । সব দিক খতিয়ে দেখছে পুলিশ ।