Home রাজ্য উত্তরবঙ্গ শিক্ষিকাদের স্কুলে আটকে রেখে অভিভাবকদের বিক্ষোভ

শিক্ষিকাদের স্কুলে আটকে রেখে অভিভাবকদের বিক্ষোভ

রাজগঞ্জ, ২১ নভেম্বর: স্কুলে এক শিশু ছাত্রীকে অপর এক শিশুর অভিভাবক এসে মারধর করায় শিক্ষিকাদের তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বৃহস্পতিবার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সেল্টারবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি শিক্ষিকাদের উদ্ধার করে।
অভিভাবকদের অভিযোগ, বুধবার স্কুল চলাকালীন চতুর্থ শ্রেণীর দুই ছাত্রী মারামারি করে। এক ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। তখন সেই পরিবারের এক সদস্য স্কুলে এসে অপর ছাত্রীকে মারধর করেন। অভিভাবকরা বলেন, স্কুল চলাকালীন শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুলে এসে একজন অভিভাবক অপর শিশুকে মারধর করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সুবিচারের দাবিতে চার জন শিক্ষিকাকে ঘরে আটকে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।তবে অভিভাবকরা তাদের দাবিতে অনড় রয়েছেন। স্কুলের এক শিক্ষিকা শিখা ঘোষ বলেন, টিফিনের সময় দুই ছাত্রী সামান্য মারামারি করেছিল। কিন্তু একজন অভিভাবক এসে অপর শিশুকে দুই একটি চড়-থাপ্পড় দেন। তবে সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে উদ্ধার করে ওই অভিভাবককে সতর্ক করা হয়। সামান্য বিষয়টি এত বড় আকার নেবে ভাবতে পারিনি।