Home রাজ্য দক্ষিণবঙ্গ শহরে মহিলাদের সুরক্ষায় ৬৭ টি নতুন গাড়িতে বিশেষ বাহিনী

শহরে মহিলাদের সুরক্ষায় ৬৭ টি নতুন গাড়িতে বিশেষ বাহিনী

কলকাতা, ২৩ ডিসেম্বর: শহরে মহিলাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশের বিশেষ টহলদারি ব্যবস্থা রয়েছে। সেই সুরক্ষাকে আরও জোরদার করতে টহলদারি ব্যবস্থায় আজ সংযোজিত হল ৬৭টি নতুন গাড়ি। এর মধ্যে ৪০টি স্কুটি এবং ২৭টি চার চাকার গাড়ি। এই গাড়িগুলিতে থাকছে অত্যাধুনিক সরঞ্জাম, এবং যোগাযোগ ব্যবস্থা।
শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই গাড়িগুলিতে টহল দেবে পুলিশ বাহিনী। গাড়িগুলির যাত্রা শুরু হল আজ সোমবা। সূচনা করলেন নগরপাল অনুজ শর্মা।
সৌজন্য: কলকাতা পুলিশ

RespectWomen #WeCareWeDare