Home বিদেশ-প্রবাস শহরের সমস্ত মানুষের করোনা পরীক্ষার উদ্যোগ

শহরের সমস্ত মানুষের করোনা পরীক্ষার উদ্যোগ

এইচ.এন.ডেস্ক, ১৩ মে: সমস্ত মানুষের করোনা ভাইরাস পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে চীনে উহান শহরের কর্তৃপক্ষ। ওই শহরে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের বসবাস। ১০ দিনের মধ্যে কর্মসূচি সম্পন্ন করার উদ্যোগী হয়েছে। তাই এই কর্মসূচি নাম দেওয়া হয়েছে ‘দশ দিনের লড়াই’। এ ব্যাপারে উহানের প্রত্যেকটি এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা এলাকার প্রতিটি মানুষকে দশদিনের মধ্যে কিভাবে পরীক্ষা করতে পারবে তার বিস্তারিত পরিকল্পনা জানাতে হবে।
চীনের উহানে এই করোনার প্রাদুর্ভাব শুরু হয়।
এগারো সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকার পর ৮ এপ্রিল থেকে লকডাউন তুলে নেওয়া শুরু হয়।
কিন্তু নতুন করে কিছু মানুষের মধ্যে করোনা ভাইরাস পাওয়া যাওয়ায় বসেছে সেখানকার প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শহরের প্রতিটি এলাকার প্রত্যেক মানুষকে দশদিনের মধ্যে পরীক্ষা করার পরিকল্পনা তৈরি করে তা মঙ্গলবারের মধ্যে পেশ করতে বলা হয়েছে। পরীক্ষার সময় বয়স্ক মানুষ এবং যারা গাদাগাদি করে আবাসস্থলে থাকে তাদের অগ্রাধিকার দিতে হবে। মাত্র ১০ দিনের মধ্যে শহরের এক কোটি দশ লক্ষ মানুষের পরীক্ষা করা সম্ভব হবে কি না, এছাড়া সাপেক্ষ। তাই এ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।