Home Uncategorized শর্ত না মারলে এই পথে বাইক চলতে পারবে না

শর্ত না মারলে এই পথে বাইক চলতে পারবে না

এইচ.এন.ডেস্ক, ১৯ এপ্রিল: একটি দুর্ঘটনার কারণে সেতু দিয়ে বাইক চলাচল বন্ধ ঘোষণা করেছিল সরকার। কিন্তু সামনেই ঈদুল ফিতর। সে কারণে সরকারের তরফে পুনরায় বাইক চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে বাইক যেতে পারবে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে চালকদের। শর্ত না মানলে আবার সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠা যাবে। বাইকের জন্য নির্ধারিত টোলবুথ থাকবে। ও নির্ধারিত লেন (বাম পাশের সার্ভিস লেন) ব্যবহার করতে হবে। কোনও অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না। ওভারটেকও করা যাবে না। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে। পাশাপাশি চালক সহ সর্বোচ্চ দুই জন বাইকে চড়তে পারবেন। দুজনকেই হেলমেট পড়তে হবে ও প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী ব্যবহার করতে হবে। কোনও অবস্থাতেই সেতুর ওপর দাঁড়াতে পারবেনা ও  ছবি তোলা যাবে না। শৃঙ্খলা না মানলে বাইক চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করার পর রাতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারাত্মক আহত হন। ওই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। তারপর থেকে পদ্মা সেতু দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ করেছিল সরকার।