Home রাজ্য উত্তরবঙ্গ শনিবার শিলিগুড়িতে একবেলা বন্ধ থাকতে পারে জল সরবরাহ

শনিবার শিলিগুড়িতে একবেলা বন্ধ থাকতে পারে জল সরবরাহ

শিলিগুড়ি, ৮ মে: মহানন্দা ব্যারেজ সংস্কার করার জন্য শনিবার বন্ধ রাখা হতে পারে শিলিগুড়ির জল-সরবরাহ প্রকল্প। ঐদিন মহানন্দা ব্যারেজ থেকে জল উত্তোলন বন্ধ রাখবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।এই সময়ে মহানন্দা ব্যারেজের গেটগুলো সংস্কার করার জন্য কি পর্যায়ে আছে দেখা হবে। আর তা দেখতে গিয়েই ব্যারেজের মুখে জলাধার সম্পূর্ণ খালি করতে হবে। তাই খুলে দিতে হবে গেট। অন্যদিকে এই সংস্কার চলাকালীন যাতে ক্যানেল থেকে জল পায় সেজন্য ব্যারেজের কাছে তিস্তা ক্যানেল এর লকগেট দেখা হবে। প্রয়োজন পড়লে সেখান থেকেই পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া হবে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের প্রকল্পে। জানা গেছে এটি শুধু মহড়া। যদি ঠিকমত জল ক্যানেল থেকে পাওয়া যায় তবে ব্যারেজ সংস্কার চালিয়ে নিয়ে যাওয়া হবে।