লোকালয়ে নীলগাই দেখতে পেয়ে ভিড়

মালদা,৭ মার্চ: হঠাৎ লোকালয়ে নীলগাই দেখতে পেয়ে ভিড় জমায় বহু মানুষ। মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় একটি নীলগাই দেখতেপান গ্রামবাসীরা। স্থানীয় একটি আমবাগানে বিচরণ করতে দেখা যায় নীলগাইটিকে। তবে কোথা থেকে নীলগাইটি ওই এলাকায় আসলো তা বলতে পারেননি গ্রামবাসীরা। ওই স্থান থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। ওপার থেকে এলো কিনা সেটাই ভাবছে বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সোমবার দুপুর থেকে বনদপ্তর ও পুলিশকে খবর দিলেও কেউ এসে নীলগাইটিকে উদ্ধার করেনি। কেউ হয়তো ওই নীলগাইটিকে ধরে ফেলতে পারে। বাসিন্দারা চাইছেন, পুলিশ ও বনদপ্তর ওই নীলগাইটিকে উদ্ধার করে তার থাকার প্রকৃত স্থানে ছেড়ে দেওয়া হোক। খবর ছড়িয়ে পড়তেই, দুরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন নীলগাইটিকে দেখতে। অনেকে মোবাইল ক্যামেরায় ছবিও তোলেন।সন্ধ্যা নামলে নজরের আড়াল হয়ে যায় নীলগাইটি।