লিবিয়ায় ২৬ বাংলাদেশি সহ ৩০ জনকে গুলি করে হত্যা

এইচ.এন.ডেস্ক, ২৯ মে: করোনার মাঝে দুঃসংবাদ ।
লিবিয়ায় ২৬ বাংলাদেশি সহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। বাকি চারজন আফ্রিকার নাগরিক। আরও ১১ বাংলাদেশি গুরুতর জখম। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । খুনের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার । ওই অভিবাসীরা কাজের সূত্রে তাঁরা লিবিয়ায় গিয়েছিলেন। মানব পাচারকারীরা সঙ্ঘবদ্ধ ভাবে ওই হত্যাকাণ্ড চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত বাংলাদেশিরা লিবিয়ার মিজদা শহরে এক পাচারকারীর হেফাজতে ছিলেন। তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল।
পুলিশের ধারণা, বুধবার রাতে ওই পাচারকারী খুন হয় । সম্ভবত অভিবাসীদের হাতেই ওই পাচারকারী খুন হয়েছে। সেই খুনের বদলা নিতেই ওই ৩০ জনকে খুন করেছে পাচারকারীরা।
ত্রিপলির বাংলাদেশ দূতাবাস প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, লিবিয়ার মিলিশিয়া বাহিনী বাংলাদেশিদের উপর এলোপাথাড়ি গুলি চালালে, ২৬ জন নিহত হয়। গুলি থেকে রক্ষা পাওয়া এক বাংলাদেশির সঙ্গে কথা বলে দূতাবাস কর্তৃপক্ষ জানতে পারে, কাজের টোপ দিয়ে রায় ১৫ দিন আগে বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে পাচারকারীরা তাঁদের লিবিয়ার ত্রিপলি শহরে নিয়ে আসে। সেখানে বাংলাদেশিদের উপর অকথ্য অত্যাচারও হয়।
পুলিশের ধারণা, গোটা ঘটনার জেরেই ওই খুনের ঘটনা ।