লকার ভাঙে, টাকা বাইক নিয়ে পালিয়ে যায়

শিলিগুড়ি, ১২ এপ্রিল: বন্ধন ব্যাংকে দুঃসাহসিক চুরি।লুটপাট করে টাকা-পয়সা ব্যাংকের নিচে রাখা বাইক ও আরও কিছু নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। লুটপাটের সময় দুষ্কৃতীরা সিসিটিভির সমস্ত সংযোগ কেটে দেয়। সেই সঙ্গে হার্ডডিক্স নিয়ে পালিয়ে যায়। রীতিমত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির কাছে রাঙ্গাপানি এলাকায়।

ওই এলাকায় আনন্দ বসাকের বাড়িতে বন্ধন ব্যাংক রয়েছে। দোতলা বাড়ি। সেখানে নতুন বাড়িতে ব্যাংক করা হয়। এদিন সকালে আনন্দ বাবু হাঁটাহাঁটি করতে এসে দেখেন দরজা খোলা। এত সকালে কে দরজা খুলল? তা জানতেই এগিয়ে দেখেন সব ওলট-পালট। আশেপাশের লোকদের খবর দেন। তারা আসে। এদিকে খবর দেওয়া হয় পুলিশকেও। বাগডোগরা থানার পুলিশ এবং রাঙ্গাপানি ফাঁড়ির পুলিশ এসে তদন্ত শুরু করে।

তাতে জানা যায়, দুষ্কৃতীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারপর সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে। সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে। হার্ডডিক্স নেয়। তারপরে লুটপাট চলে।আলমারি, লকার ভাঙ্গে এবং নিচের ঘরে থাকা দুটি বাইক নিয়ে চম্পট দেয়। একটি বাইক রয়েছে আনন্দবাবুর। তার বাইকটি প্রায় দেড় কিলোমিটার যাওয়ার পর তেল শেষ হয়ে যাওয়ায় দুষ্কৃতীরা মহম্মদ বস্ক এলাকায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য এই রাতেই ফাঁসিদেওয়ার ঘোষপাড়ায় বাড়ি ও চালের গুদামে লুটপাট হয়েছে। দুষ্কৃতীরা একই কায়দায় সিসিটিভি সংযোগ এবং হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায়। এতে স্থানীয়দের অনুমান ওই দুষ্কৃতী দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তারাই এই লুটপাট কাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। বাড়ি মালিক আনন্দ বসাক বলেন, ব্যাংকের কর্মীরা এরপর পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। আমরাও চাই দুষ্কৃতীরা ধরা পড়ুক। যাতে মানুষ এই লকডাউনের সময় নিশ্চিন্তে থাকতে পারে। সে উদ্যোগ নিক পুলিশ প্রশাসন।