Home রাজ্য দক্ষিণবঙ্গ লকডাউন মেনে চলার জন্য গাড়ি আটকানোয় এমন কান্ড

লকডাউন মেনে চলার জন্য গাড়ি আটকানোয় এমন কান্ড

কলকাতা, ২৫ মার্চ: দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউন মেনে চলার জন্য সতর্ক করতে গাড়ি আটকাতেই পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে এক তরুণী। এমনকি পুলিশের ইউনিফর্ম চেটে দেয় ও ঠোঁটের লিপস্টিক লাগিয়ে দেয় ওই তরুণী। ঘটনাটি ঘটেছে কলকাতার সল্ট লেকে। এই ঘটনায় পুলিশকে রীতিমতো শাসায় ওই তরুণী। শেষে পুলিশ তরুণী সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন বিধাননগর উত্তর থানার পুলিশ সটলেক এলাকায় ডিউটি করছিলেন। ওই সময় একটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়িতে চালক সহ তিনজন যাচ্ছিল। পুলিশ গাড়ি আটকাতেই বচসা শুরু হয়। তারপর এক তরুণী গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এক সময় বচসা চরমে পৌঁছায়। এমন সময় হঠাৎ ওই যুবতী এক পুলিশ আধিকারিকের জামা চেটে দেয় এবং লিপিস্টিক লাগিয়ে দেয়। আবার কেউ বলেন, তরুণী তার গালের একটি ফোড়া চুলকে রক্ত লাগিয়ে দেয় ওই আধিকারিকের ইউনিফর্মে। এই ঘটনায় উপস্থিত পুলিশকর্মীরা হতচকিত হয়ে পড়েন। তরুণী সহ গাড়ির এক আরোহী ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বার বার বোঝানোর পর এই ঘটনা ঘটায় ক্ষোভ দেখা দেয়। যদিও ওই তরুণীর দাবি ওষুধ আনতে যাচ্ছিল সে। পুলিশ এরপরে ওষুধ আনতে যাওয়ার কথা বললে রাজি হয়নি। পুরো ঘটনায় নিন্দার ঝড়।