দিল্লি, ১ মে: লকডাউন তবে উঠছে না এত তাড়াতাড়ি। ৩ মে থেকে বেড়ে গেল। দেশের লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানো হল। অর্থাৎ আগামী ৩ মে শেষ লকডাউনের দ্বিতীয় পর্ব শেষ হলেও তৃতীয় পর্ব শুরু হয়ে যাবে। অর্থাৎ ৪ মে থেকে শুরু হয়ে যাচ্ছে লকডাউনের তৃতীয় পর্ব। চলবে ১৭ মে পর্যন্ত। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতেই লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানোর কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানাগেছে, ‘বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫ অনুযায়ী দেশে লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানো হয়েছে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করোনা পরিস্থিতি বিচার করে জোন ভিত্তিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সবুজ এবং গেরুয়া জোনগুলিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও লাল জোন পুরোপুরি লকডাউন রাখা হবে। পাশাপাশি রেল, বিমান, মেট্রো সহ সব রকম আন্তঃরাজ্য পরিবহন বন্ধ থাকবে লকডাউন চলাকালীন। স্বরাষ্ট্রমন্ত্রক অনুমতি দিলেই তবে রেল, বিমান বা সড়ক পরিবহন সম্ভব।
এছাড়াও স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল–রেস্তোরাঁও বন্ধ রাখতে হবে এই সময়ে। নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের। সিনেমা হল, মল, জিম– সব বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন কোনও রকম ধর্মীয়, সামাজিক কিংবা রাজনৈতিক সমাবেশে ছাড় দেওয়া হবে না। আপাতত এমন সিদ্ধান্ত কেন্দ্রের করো না পরিস্থিতি বিবেচনা করেই তৃতীয় ধাপ যাচ্ছে। সেই সঙ্গে বার্তা দেওয়া হয়েছে লকডাউন যেন পুরোপুরি মানে। সরকার স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে করোনা মোকাবেলায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।