Home Top News লকডাউন বাড়ানোর পক্ষেই বার্তা দিল ৪ রাজ্য!

লকডাউন বাড়ানোর পক্ষেই বার্তা দিল ৪ রাজ্য!

নিউজ ডেস্ক, ১২ মে: ১৭ মে পরে কি লকডাউন উঠবে? এই প্রশ্ন এখন আমজনতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে হয়। সেখানে লকডাউন বাড়ানোর পক্ষে উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পঞ্জাব। দেশ ও রাজ্যের করোনা পরিস্থিতির কথা ভেবে তারা ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেন।
এদিকে সব খুলে দিয়ে তার পর লকডাউনের কথা বলছে কেন্দ্র!‌ এটা পরস্পরবিরোধী বক্তব্য। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন,
‘‌এক দিকে ট্রেন, বিমান খুলে দেওয়া হচ্ছে, অন্য দিকে লকডাউন করতে বলা হচ্ছে। তা হলে লকডাউনের ব্যাপারে রাজ্যের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত। রাজ্য ঠিক করবে কোথায় লকডাউন হবে, কোথায় হবে না। মুখ্যমন্ত্রী এদিনও করোনার জন্য কেন্দ্রের কাছ থেকে অর্থ চেয়েছেন। রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার পাশাপাশি করোনা–‌‌যুদ্ধে অতিরিক্ত আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন মমতা।