Home Trending Now লকডাউন অমান্যকারীদের পুলিশের সাবধানী বার্তা

লকডাউন অমান্যকারীদের পুলিশের সাবধানী বার্তা

শিলিগুড়ি, ১৯ এপ্রিল: লকডাউন অমান্য করলেই এবার ভিন্ন পথে হাঁটছে পুলিশ। একদিকে অভিযান রয়েছে তাতে দেখা যাচ্ছে জটলা ভিড়ভাট্টা থাকছেই।অকারণে রাস্তায়। অনেক ক্ষেত্রে পুলিশকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে উঠতে পারে না। এবার পুলিশ এই জটলা বন্ধ করতে ক্যামেরা নিয়ে এগিয়ে এলো পুরো ঘটনাটাই ক্যামেরাবন্দি করবে গোপনে। পরে নেওয়া হবে ব্যবস্থা। শিলিগুড়িতে এভাবে আড্ডাবাজদের শায়েস্তা করতে এগিয়ে এল পুলিশ। জানাগেছে লকডাউন ভেঙ্গে পাড়ার অলিগলিতে আড্ডা জমালেই বিপদ। এবার চালু হল পুলিশের বাইক পেট্রোলিং। অন্যদিকে বেপরোয়া আড্ডাবাজদের বাগে আনতে ভিডিওগ্রাফি শুরু করতে চলেছে সাদা পোষাকের পুলিশ। জানা গিয়েছে, সেই ভিডিওগ্রাফির ভিত্তিতেই পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে।

করোনা মোকাবেলা করতে রাজ্য নানা ভাবে পথে নেমেছে। ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে সম্প্রতি বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় শিলিগুড়ির হালহকিকত তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন পুলিশ কমিশনারকে৷ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গতকাল ময়দানে নেমেছিলেন খোদ পুলিশ শিলিগুড়ি কমিশনার অথর্ব ত্রিপুরারি। শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন। সেদিনই লকডাউন ভেঙ্গে উদ্দেশ্যহীনভাবে পথে নামায় শতাধিক মানু্ষকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পাড়ার অলিগলিতে নজরদিতে তৎপর হলেন তারা। ডিসিপি ইস্ট কুনয়ার সিং ভূষণের নেতৃত্বে চম্পাশরি এলাকায় চলল পুলিশি অভিযান।
এদিকে অভিযান চলাকালে ডিসিপি ইস্ট বলেন, পাড়ার অলিগলিতে নজর দিতে এবার থেকে বাইক পেট্রোলিং চালু করা হবে। একইসঙ্গে করা হবে ভিডিওগ্রাফি। পরবর্তীতে সেই ভিডিওগ্রাফি দেখে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাই লন্ডন ভঙ্গ কারীরা পার পাবেন না বলেই মনে করছে বিশিষ্ট মহল। তৎক্ষণাৎ ছাড় পেলেও পরবর্তীতে তাদের কাছে চলে যেতে পারে আইনি ব্যবস্থার নোটিশ। করোনা মোকাবেলায় সরকারের নিয়ম মেনে চলুন। ঘরে থাকুন। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না। গেলেও পড়তে হবে মাস্ক এবং প্রয়োজনীয় কারণ দর্শানোর জন্য উপযুক্ত সঙ্গে রাখতে হবে।