Home Top News লকডাউনে হাজার হাজার বোল্ডারের ট্রাক দাঁড়িয়ে

লকডাউনে হাজার হাজার বোল্ডারের ট্রাক দাঁড়িয়ে

ফুলবাড়ি, ৮ মে: লকডাউন আটকে গেছে বোল্ডারের গাড়ি। শিলিগুড়ির কাছে ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে এই বোল্ডারের গাড়ি বাংলাদেশে যাওয়ার কথা ছিল। দেড় মাস আগে গাড়িগুলো বোল্ডার লোড করে আসে।বেশিরভাগই ভুটানের বোল্ডারের গাড়ি। এর সঙ্গে ভারতীয় গাড়ি রয়েছে। কিন্তু বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়ে গাড়িগুলো। সীমান্তে দাঁড়িয়ে পড়ে প্রায় দেড় মাস ধরে।
গাড়িগুলো আটকে পড়ায় নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। বসে গেছে চাকা এবং স্প্রিং পাত্তি। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। জানা গেছে এই বাণিজ্য নিয়ে কেন্দ্রে থেকে বলা হলেও করোনা সহ নানা কারণে তা চালু হচ্ছেনা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবসায়ীরাও যেতে চাইছেন না। সবাই অপেক্ষা এখন স্বাভাবিকের জন্য।