লকডাউনে বিয়ে করায় ছাড় দিল কেন্দ্র, রয়েছে কিছু শর্ত

এইচ এন, ডেস্ক: করোনার জেরে চলছে লকডাউন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবার প্রথমে দেখা হচ্ছে জমায়েত। সামাজিক দূরত্ব বজায় রাখাই এখন অস্ত্র।তাই বন্ধ হয়েছে সমস্ত উৎসব অনুষ্ঠান। ৪ মে থেকে তৃতীয় দফার লকডাউন চলছে। এই সময় কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষ ছাড় ঘোষণা করা হয়েছে। কিছু দোকানপাট খোলার পাশাপাশি কেন্দ্রীয় সরকার বিয়ে করার অনুমতি দিয়েছে। যদিও এখানে শর্ত রয়েছে। বিয়েকেও বাঁধা হয়েছে নিয়মের মধ্যে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোন বিয়ের অনুষ্ঠান কেউ যদি করতে চান সে ক্ষেত্রে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। এর পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশিকা মেনে পালন করতে হবে সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি মেনে করতে হবে বিয়ে অনুষ্ঠানে ব্যাপারে নিতে হবে অনুমোদন তাও জানিয়ে জানাতে হবে প্রশাসনকে যেমন অনুষ্ঠানে স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে।
জানিয়ে দেওয়া হয়েছে সতর্কবার্তা। বিয়ে বা অন্ত্যেষ্টিক্রিয়া, সরকারি নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যে সমস্ত অফিস লকডাউন খোলার নির্দেশ দিয়েছে সরকার সেখানে নির্দিষ্ট সময় অন্তর কর্মীদের স্যানিটেশন বিধি মানতে হবে। এভাবেই বদলে যাওয়া বিয়ের নিয়ম পালন করতে হচ্ছে পাত্র পাত্রী এবং তাদের অভিভাবকদের। বদলে যাওয়া পৃথিবীতে যেন বদলাচ্ছে এই বিয়ের রীতিও।