Home Trending Now লকডাউনে আটকে, পায়ে হেঁটে পাহাড় থেকে হাওড়া রওনা তিন বন্ধুর

লকডাউনে আটকে, পায়ে হেঁটে পাহাড় থেকে হাওড়া রওনা তিন বন্ধুর

বিধাননগর, ২৭ এপ্রিল: অদম্য মনের জোর নিয়ে কার্শিয়াং থেকে রওনা দিয়েছিল সুকদেব পাল, সৈকত পাল ও তাদের এক বন্ধু। তাদের গন্তব্য হাওড়া। লকডাউনে আটকে পড়েছিলেন পাহাড়ে। পকেটে টাকা নেই। পাহাড় থেকে সিদ্ধান্ত নেন এবার বাড়ি যেতেই হবে। তাই হেঁটেই রওনা দেন।
দুদিন ধরে পায়ে হেঁটে শুধুমাত্র জল বিস্কুট খেয়ে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে আজ তাঁরা সোমবার শিলিগুড়ির কাছে বিধাননগর পৌঁছায়। পথে দেখা হয় বিধাননগর থানার পুলিশকর্মী সুশান্ত বর্মন ও সুভাষ বর্মনের সঙ্গে। তাদের দেখতে পেয়ে বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ারের বাপন দাসের সহযোগিতা নিয়ে স্থানীয় বাপি ঘোষের বাড়ি থেকে খাবারের বন্দোবস্ত করেন। থানার সামনেই তাদের বসিয়ে খাওয়ানো হয়। তাদের হাতে কোন টাকা পয়সা না থাকায় পুলিশ মানবিকতার পরিচয় দিয়ে তাদের হাতে কিছু টাকা তুলে দেয়।
বাপন বাবু তাদের হাতে মিষ্টি ও পাউরুটি তুলে দেন রাস্তায় খাওয়ার জন্য। দু’দিন অভুক্ত থেকে আজ পেট ভরে তারা খাওয়ার সুযোগ পায় ওরা। মানবিক বিধান নগরবাসী তথা বিধান নগর পুলিশ। খুশি হয়ে ফের পায়ে হেঁটে হাওড়ার দিকে রওনা হয়।
◆খবর সংগ্রহে: অনিমেষ সরকার।
◆ক্যামেরায়: শান্তিগোপাল।