Home রাজ্য উত্তরবঙ্গ লকডাউনের মধ্যে রাস্তায় দেখা মিলল শকুনের দল

লকডাউনের মধ্যে রাস্তায় দেখা মিলল শকুনের দল

লকডাউনের মধ্যে রাস্তায় দেখা মিলল শকুনের দল

লকডাউনে রাস্তাঘাট মুক্ত। আর এই যানবাহনহীন কার্যত জনমানবহীন পথে বন্যপ্রাণী ঘুরে বেড়াচ্ছে। পথঘাটে কোথায় ময়ূর, কোথায় হরিণ এসবের দেখা মিলছে। ঝাকে ঝাকে পাখি রাস্তায় চলে এসেছে। যেন তাদেরই পথ এটা। যেখানে যাই হোক তার একটি ছোট চিত্র কিন্তু শিলিগুড়ি কাছে ফুলবাড়িতে দেখা মিলল। এখানে রাস্তায় দেখা মিলল শকুনের দল। বিলুপ্ত হতে চলা এই শকুন ফুলবাড়ি সীমান্ত এলাকায় মানুষের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ালো।
ছবি সৌজন্যে: অভিষেক