শিলিগুড়ি, ২৯ মেঃ লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফুলবাড়ি সীমান্ত চেকপোষ্ট দিয়ে বাংলাদেশের বোল্ডার রপ্তানি করতে রাজি ব্যবসায়ীরা । এব্যাপারে অনুমতি চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে ।
ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর বলেন, ফুলবাড়ি সীমান্ত চেকপোষ্ট দিয়ে প্রতিদিন দুই শতাধিক ট্রাক বোল্ডার বাংলাদেশে রপ্তানি হত । এই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ নির্ভরশীল । কিন্তু লকডাউনে দুই মাস বোল্ডার রপ্তানি বন্ধ থাকায় তারা অসহায় হয়ে পড়েছেন । অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে ট্রাক কিনেছেন, তারা মাসের কিস্তি দিতে পারছেন না । বোল্ডার বোঝাই প্রায় এক হাজার ট্রাক সীমান্তে দাঁড়িয়ে রয়েছে । ওই ট্রাকগুলির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে । ব্যবসায়ীদের ও প্রচুর ক্ষতি হচ্ছে । তাই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই বোল্ডার রপ্তানি চালু করতে ইচ্ছুক ব্যবসায়ীরা । এব্যাপারে জলপাইগুড়ির জেলা শাসক, রাজগঞ্জের বিডিও এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে । ওপারের আমদানিকারী দের সঙ্গে আলোচনা চলছে । স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানিতে রাজির কথা জানিয়েছেন ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক রুপম ঘোষ । এখন শুধু প্রশাসনের অনুমতির অপেক্ষায় ।