এইচ এন ডেস্ক, ২০ এপ্রিল: এর আগে অরুণাচল প্রদেশে এই রোমহর্ষক ঘটনা ঘটেছিল। মামার বিরুদ্ধে তার ৮ বছরের ভাগনাকে কেটে রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছিল। ওই অরুণাচল প্রদেশেই আরেক শিহরিত করার মত ঘটনা। লকডাউনের মধ্যে জঙ্গল থেকে বিরাট আকারের কিং কোবরা ধরে এনে তা রান্না করে খেল। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়ে বলল, খাবারের অভাব তাই আমরা কিং কোবরা মেরে রান্না করে খেলাম। ঘটনাটি এর ফলে ভাইরাল হয়ে যায়।
দেখা যাচ্ছে শঙ্খচূড়কে মেরে খেল একদল শিকারি।
ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রায় ১২ ফিট লম্বা বিষাক্ত সাপের দেহ কাঁধে তুলে আনন্দ করছে তিনজন শিকারি। তাদের বলতে শোনা গিয়েছে, জঙ্গল থেকে তারা সেই সাপকে ধরে মেরে ফেলে। সাপ খেয়ে যেন উৎসব। এজন্য তারা বিরাট আয়োজনও করে। গাছের কলাপাতা কেটে এনে তার উপর সাপ কেটে মাংস রাখে। পাশেই রান্নার আয়োজন। তাদের মধ্যে একজনকে ভিডিয়োয় বলতে শোনা যায়, করোনাভাইরাসের কারণে চলা লকডাউনে তাঁদের টাকা-পয়সা হাতে কিছু নেই। চাল ফুরিয়ে গিয়েছে। তাই এই আয়োজন।
কিন্তু এভাবে করা যায় না তারপরও কিং কোবরা একটি সংরক্ষিত সরীসৃপ। তাকে মেরে ফেলা জামিন অযোগ্য অপরাধ। অরুণাচল প্রদেশে এই বিপন্ন প্রাণীর উপস্থিতি উল্লেখযোগ্য। এই ঘটনায় বন্যপ্রাণ সুরক্ষা আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের খোঁজে চলছে তল্লাশি। আর এদিকে এই পুরো ঘটনায় শুরু হয়েছে শোরগোল।একদিকে যখন ভাগ্নেকে কেটে রান্না করে খাওয়া নিয়ে তোলপাড় লেগে গেছে। তার মধ্যে আবার এভাবে কিং কোবরাকে খেয়ে ওই রাজ্যেই উৎসব করার ঘটনা বিভিন্ন মহল এই ঘটনায় তাজ্জব।