মালদা, ১৫ মে: লকডাউনের কড়াকড়িতে যানবাহনের চলাচল কমে গিয়েছে অনেকটাই। প্রতিদিন যে হারে সড়ক দুর্ঘটনা ঘটতো তাও অনেক কমে গিয়েছে। তার পরও মালদায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১ জনের, আহত হয়েছে ৩ জন। শুক্রবার দুর্ঘটনাটি হয়েছে মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে রামনগর কাচারী এলাকায়।
জানা গিয়েছে, এডবেস্টার বোঝাই একটি ট্রাক যাচ্ছিল শিলিগুড়ি দিকে। পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক ও সহকারী চালক আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, এডবেস্টার বোঝাই ট্রাক চালক মারা গিয়েছে। মৃত চালকের নাম তাইয়াম আনসারী (২২)। তার বাড়ি বীরভূমের সিউড়ি এলাকায়। বাকিরা চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।