Home দেশ লকডাউনের জের: অভাবের তাড়নায় শশানের কলা খাচ্ছে কিছু মানুষ

লকডাউনের জের: অভাবের তাড়নায় শশানের কলা খাচ্ছে কিছু মানুষ

এইচ.এন. ডেস্ক, ১৬ এপ্রিল: খিদের জ্বালা বড় জ্বালা। অভাব-অনটন মানুষকে অনেক কিছুই করতে শেখায়। লকডাউনের জেরে কত মানুষ যে অর্ধাহারে দিন কাটাচ্ছেন, সে খবর কজন জানে। সরকারের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হলেও অভুক্তদের তাদের যে পেট ভরে না, দিল্লির একটি ঘটনায় সেই চিত্র ফুটে উঠেছে।
দিল্লির নিগমনগর ঘাটের কাছে একটি শ্মশানে কিছু মানুষ অভাবের তাড়নায় শ্মশানে ফেলে যাওয়া কলা খাচ্ছেন। অনুমান সৎকারের কাজে ব্যবহার করা হয় ওই কলাগুলি। সেই কলার মধ্য থেকে বেছে বেছে ভালো কলাগুলি নিচ্ছে খাওয়ার জন্য। যারা নিচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক। লকডাউনের জেরে রোজগার বন্ধ হয়ে গিয়েছে। এই কয়েকদিনে গাঁটের কড়িও শেষ। তাই নিরুপায় হয়ে শ্মশানের কলা খেতে হচ্ছে তাদের।