Home ফিচার লকডাউনের জেরে পেশা বদলের হিড়িক

লকডাউনের জেরে পেশা বদলের হিড়িক

শিলিগুড়ি, ৩১ মার্চ: করোনার জেরে পেশা বদল। লকডাউনে ছাড়ের সুযোগে কাপড়ের দোকানদার থেকে সেলুন, পানের দোকানদার হয়ে উঠছেন সবজি ব্যবসায়ী। বেশিরভাগ ভিন্ন পেশার ব্যবসায়ীদের হুজুগ এখন সবজি বিক্রিতে। কেউ আবার দুধের প্যাকেট কিংবা ছোট মুদিখানা সাজিয়ে নিয়েছেন। এই চিত্র শিলিগুড়ি শহর থেকে গ্রামেও। আর এই উঠতি বিক্রেতাদের জন্য পাড়ায় পাড়ায় হাট-বাজারে ভিড় বাড়ছে। লকডাউনের সময় এই নতুন ব্যবসায়ীদের নিয়ে বাড়তি উদ্বেগ বাড়ছে প্রশাসনের। চিন্তায় সাধারণ মানুষেরা। তাদের আবার প্রশ্ন আইনের সুযোগ নিয়ে এভাবে ব্যবসা বাড়ানো এবং ক্রেতাদের ভিড় বানানোয় আসল উদ্দেশ্যটাই মাটি হচ্ছে। এতদিন সবজিওয়ালা ছিল হাতে গোনা। এখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বসে গেছে সবজির বাজার। এত দোকানদার কোথা থেকে এল? তার খোঁজ নিয়ে জানা গেল এখন সব ব্যবসা বন্ধ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য মুদি ও সবজি ছাড়। আর তাই তারা ঝুঁকছেন এদিকে। সংসার চালাতে তাই টোটো চালক গাড়িতে করে সবজি নিয়ে হাজির হচ্ছেন কোন পাড়ার মোড়ে কিংবা পথের পাশে। হাট বাজারেও তাদের দেখা মিলছে। কাপড় দোকানদার, কিংবা মোমো দোকানদার তার দোকানের সামনে বসে পড়ছেন সবজি কিংবা ফলের ডালা সাজিয়ে। একইভাবে মিষ্টির দোকান, কিংবা ছোট হোটেল মালিক সবজি নিয়ে বসেছেন বিক্রির আশায় অলিগলিতে। দেখা যায় সাইকেল কিংবা স্কুটির পেছনে শাক সবজি চাপিয়েও অনেকে ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে হাট বাজারে। এই সময়ে প্রচুর সবজির উৎপাদন হয়। তাই বেশি ব্যবসায়ীদের জন্য জিনিসপত্রের দামও প্রতিযোগিতার বাজারে একটু কমে মিলেছে। দামে কম পেয়ে ক্রেতাদের ভিড় বাড়ছে দোকানে। অনেকে আবার অগ্রিম সবজি সংগ্রহ করে রাখছেন। তাতে হাট-বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দূরত্ব কমছে।এতে কারও মধ্যে করোনা ভাইরাস থাকলে সংক্রমণের ভয় থাকছে। যেটা নিয়ে প্রশাসন নতুন করে উদ্বিগ্ন। তাদের সামলানোই এখন দুষ্কর হয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে চিন্তিত সাধারণ সচেতন মানুষ। তারা এটা নিয়ন্ত্রণের দাবি করছেন অথবা সামাজিক দূরত্ব রাখার যে বার্তা তা বৃথাই যাবে বলে মনে করা হচ্ছে।
©গিরিশ মজুমদার