লকডাউনের জন্য সাংসদকে নিজের বাড়িতে যেতে দিল না পুলিশ

রাজগঞ্জ, ১৫ এপ্রিল: বুধবার জলপাইগুড়ি জেলার সাংসদ ডা: জয়ন্ত রায় স্কুটিতে চেপে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে নিজের বাড়ি যাচ্ছিলেন। পথে রাজগঞ্জ থানা এলাকায় সাংসদকে আটকে দেয় পুলিশ। অগত্যা শিলিগুড়িতে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। তাকে রাখা হয়েছে নজর বন্দি।
বিজেপি সাংসদ ডা: জয়ন্ত রায় বলেন, লকডাউনের সময় শিলিগুড়ির কয়েকটি বেসরকারি সংস্থা সেবক রোড এলাকায় কিছুদিন থেকে অসহায় পরিবারদের সাহায্য করে আসছে। বিষয়টা জানতে পেরে তাদেরকে আরও উৎসাহ যোগাতে সেখানে যায়। যেহেতু এখন লকডাউন চলছে, তাই জলপাইগুড়িতে নিজের বাড়িতে কয়েকদিন থাকার করে সেখান থেকে স্কুটিতে জলপাইগুড়ি যাচ্ছিলেন। পথে রাজগঞ্জ থানার পুলিশ তাকে দাঁড় করায়। লকডাউনের কারণে কোথাও যাওয়া যাবে না বলে ফেরত বাড়ি ফেরত পাঠিয়ে দেয়।
সাংসদ বলেন, এখন লকডাউন চলছে, এছাড়া আমার জলপাইগুড়ির বাড়িতে গাড়িটি রয়েছে। তাই সেখানে যাচ্ছিলাম। একজন জনপ্রতিনিধি বিশেষ প্রয়োজনে কোথাও যেতে পারবেনা বলে নির্দেশিকা আছে বলে আমার জানা নেই। যদি থেকে থাকে তাহলে আমাকে জানানো হোক। অন্যথায় আমি বিষয়টি নিয়ে ভাববো। আলিপুরদুয়ারের আমাদের দলের সাংসদ জন বারলার মতো আমাকেও নজর বন্দি করে রাখা হয়েছে। বেছে বেছে বিজেপি সাংসদদের প্রতি এই ব্যবহার করা হচ্ছে বলে আমার মনে হয়। এ ব্যাপারে রাজগঞ্জ থানার পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।