জলপাইগুড়ি, ৭ এপ্রিল: ব্যবসা পাল্টে ফেলেছেন জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার অনেক ব্যবসায়ী। রাজ্য তথা দেশে চলছে লকডাউন। খাদ্যদ্রব্য তথা অতি আবশ্যকীয় পণ্য ছাড়া অন্য দোকান খোলা নিষেধ।প্রশাসন খুব ততপরও রয়েছে। খাদ্যদ্রবের দোকান ছাড়া অন্য কোন দোকান খোলা রাখতে দেখলেই তা বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে লকডাউনের কারণে সংসারে শুরু হয়েছে অনটন বিভিন্ন ব্যবসায়ীদের।
তাই বাধ্য হয়ে বহু ব্যবসায়ী ব্যবসা পালটে সবজি দোকান করেছেন। রাস্তার মোড়ে বা রাস্তার পাশে তারা সবজি দোকান শুরু করেছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, সবজির ব্যবসা খুব একটা ভালো না চললেও কোনরকমে সংসার তো চলছে।