কোচবিহার, ৩০ মার্চ: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ ব্লকের হোকদহ প্রথমখন্ড এলাকায়। মৃতরা যথাক্রমে কমলেশ বর্মন, দয়াল বর্মন ও রঞ্জিত বিশ্বাস। তারা এলাকারই বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন আনুমানিক ১১ টা নাগাদ ওই তিনজন রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন। তারা এতটাই মশগুল ছিলেন যে ওই রেল লাইন দিয়ে ট্রেন আসার কথা বুঝতে পারেনি। সেসময় শিলিগুড়ি থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেন তাদের ধাক্কা মারে। ট্রেনটি চলে যাওয়ার পর রেললাইনে তাদের ছিন্নভিন্ন দেহ দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সাহেবগঞ্জ থানা ও রেলপুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।