এইচ.এন.ডেস্ক, ১৩ মে: লকডাউনের জেরে বন্ধ রয়েছে রেল পরিষেবা। ধীরে ধীরে যাত্রীবাহী রেল পরিষেবা শুরু হচ্ছে। বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে প্রচুর পরিযায়ী শ্রমিক ও বিভিন্ন প্রয়োজনে যাওয়া অনেক মানুষ। ভিনরাজ্যে আটকে পড়া মানুষজনকে ঘরে ফেরানোর চেষ্টা চলছে। তবে যাত্রীদের স্মার্টফোনে আরোগ্য সেতু ( Aarogya Setu ) অ্যাপ থাকা বাধ্যতামূলক করে দিয়েছে রেলমন্ত্রক।
রেলমন্ত্রক টুইটে জানিয়েছে, ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীকেই স্ক্রিনিং করা হবে। করোনার কোনো উপসর্গ না থাকলেই যাত্রীদের রেলযাত্রার অনুমতি দেওয়া হবে। এছাড়া ফেস মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি আরোগ্য সেতু ( Aarogya Setu ) অ্যাপটিকে যাত্রীদের স্মার্টফোনে ডাউনলোড করে রাখতে হবে। তবে শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলির ক্ষেত্রে ওই অ্যাপ বাধ্যতামূলক নয়। অ্যাপটি থাকলে কোনও যাত্রীর সমস্যা হলে, তাঁকে সাহায্য করতে সুবিধা হবে।