শিলিগুড়ি, ১৫ মে: শ্রমিকেদের ফেরানো নিয়ে রেলের বিরুদ্ধে তোপ দাগলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। শুক্রবার তিনি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকাকে ভুলভুলাইয়া ও কথার খেল বলে কটাক্ষ করেন। বাস্তবে এর কিছু নেই বলে দাবি তার। পরযায়ী শ্রমিকদের ফেরানো হচ্ছে চূরান্ত অব্যবস্থার মধ্যে বলে অভিযোগ তার। বৃহস্পতিবার তিনি এনজেপি স্টেশনে গিয়েছিলেন। সেখানে ট্রেনে করে ভিন রাজ্য থেকে ঘরে ফেরত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তার পরেই এদিন রেলকে দূষলেন তিনি।
মন্ত্রী বলেন, ১৬ মে থেকে এই রাজ্যে চালু হতে চলেছে ১০৫ টি ট্রেন। এরমধ্যে উত্তরবঙ্গের জন্য রয়েছে ৬৬টি ট্রেন। আমরাই আটকে থাকা শ্রমিক, পর্যটক ও পড়ুয়া সহ আটকে পড়াদের নিয়ে আসব। রেল ও কেন্দ্রের তরফে বলা হয়েছিল শ্রমিক স্পেশাল যে ট্রেনগুলি আসছে সেখানে যাত্রীদের টিকিটে ৮৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে ব্যাঙ্গালুরু থেকে যে ট্রেনগুলি পশ্চিমবঙ্গে আসে সেই ট্রেনে যাত্রীদের টিকিটে ৮৫ শতাংশ ছাড় তো দেওয়া হয়নি। তারপরিবর্তে টিকিটে ৮০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হয়েছে। ট্রেনে জল ও খাবারের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।’ কেন্দ্র ও রেলের এই অমানবিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এনিয়ে সে সমস্ত অভিযোগ পেয়েছেন তা নিয়ে লিখিতভাবে জানানো হবে। এভাবে শ্রমিরদের সঙ্গে প্রতারণার সামিল বলে অভিযোগ তার। মন্ত্রী এদিন দাবি করেন এই রাজ্যে আসা পরিযায়ী শ্রমিকদের প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখেছে। অথচ কেন্দ্রীয় সরকার একের পর এক ভাওতা দিয়ে চলছে। এনিয়েও আমরা তীব্র প্রতিবাদ জানাই।