Home রাজ্য উত্তরবঙ্গ রেলিং এ গিয়ে বুলেটের ধাক্কা, মৃত্যু হল যুবকের জখম ২ জন

রেলিং এ গিয়ে বুলেটের ধাক্কা, মৃত্যু হল যুবকের জখম ২ জন

ফুলবাড়ি, ২৮ ফেব্রুয়ারি: এক সন্ধ্যায় দুই বাইক দুর্ঘটনা ফুলবাড়িতে। প্রাণ গেল তরতাজা ৩ যুবকের।দুটি দুর্ঘটনায হয় বাইকের কারনে। এদিন প্রথম দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়ি বাইপাস মোড়ের কাছে এশিয়ান হাইওয়ে-২ এর ওপরে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ যুবকের।
তারপরে দুর্ঘটনা ঘটে ফুলবাড়ির চুনাভাটি মোড়ে। ফুলবাড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি বুলেট বাইক নিয়ে তিন যুবক। চুনাভাটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডার এবং রেলিং এ গিয়ে ধাক্কা মারে। ছিটকে পড়ে তিনজনই। ঘটনাস্থলেই মাথা থেঁতলে মৃত্যু হয় এক যুবকের। নাম শিবু বলে জানা গেছে। সাদা রঙের বুলেট। শিলিগুড়ির তিনবাত্তি বাড়ি বলে জানায় তাদের বন্ধুরা। দুর্ঘটনায় মারাত্মক জখম এক যুবক। আরেকজনের সামান্যতম জখম হয়েছে। সেই যুবককে ফোন করে তার বন্ধুদের ডেকে আনে। তারাও জানায় মৃত যুবকের বাড়ি তিনবাত্তি এবং নাম তার শিবু। ঘটনার সঙ্গে সঙ্গেই চুনাভাটি এলাকার বাসিন্দারা ছুটে আসেন। তারা উদ্ধারকাজে হাত লাগান। ডাকেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।পুলিশ আসে। মৃতদেহটি নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদেরও ভর্তি করা হয়েছে মেডিকেলে। এই ঘটনায় অনিয়ন্ত্রিত বাইক চলাচলকে দায়ী করেছেন স্থানীয়রা। এদিন বিকেলে ফুলবাড়ি বাইপাস মোড়ের দুর্ঘটনা একইভাবে অনিয়ন্ত্রিত বাইক চালানোর জন্যই ঘটেছে বলে মনে করছে পুলিশ। তবে হাইওয়ের উপর এমন দুর্ঘটনা নিয়ে বড় গাড়ি, ডাম্পার, ট্রাক এবং সর্বোপরি বাইক চালকদের গতি নিয়ন্ত্রণের দাবি করা হয়েছে। এভাবে তরতাজা কয়েকটি প্রাণ এক সন্ধ্যায় চলে যাওয়ায় পরিবারে নেমে আসে শোক।