Home রাজ্য রিলিফ ফান্ডে তৃণমূলের বিধায়কদের এক মাসের বেতনের টাকা দেওয়ার নির্দেশ

রিলিফ ফান্ডে তৃণমূলের বিধায়কদের এক মাসের বেতনের টাকা দেওয়ার নির্দেশ

কলকাতা, ২৮ মার্চঃ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তোলা রিলিফ ফান্ডে তৃণমূলের বিধায়কদের এক মাসের বেতনের টাকা দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়া সবাইকে অনুরোধ করা হয়েছে যতটা সম্ভব অনুদান দিতে।
মুখ্যমন্ত্রী গড়ে তুলছেন ২০০ কোটি টাকার এক ফান্ড।
শিক্ষামন্ত্রী তথা শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনার মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ড’। দলীয় বিধায়ক ও মন্ত্রীরা তাঁদের এক মাসের বেতন ও অন্যান্য ভাতা কেটে নেওয়ার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় লিখিতভাবে জানাবেন।
সূত্রের খবর, একজন বিধায়ক ভাতা এবং বিভিন্ন কমিটির বৈঠক মিলিয়ে প্রতি মাসে মোট ৮০ হাজার টাকা পান। এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা ২০০র বেশি। সেই হিসাবে প্রায় দেড়কোটি টাকারও বেশি অর্থ জমা পড়বে ওই ফান্ডে।