Home দেশ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল: এবার কেঁপে উঠল দিল্লি। ভুমিকম্পে। করোনার মধ্যে এই ঘটনায় উদ্বেগ বাড়ে। জানাগেছে, দিল্লি এনসিআরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৬.৫ কিলোমিটার গভীরে। কম্পন শুরু হতেই আতঙ্কিত হয়ে লকডাউনের মধ্যেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই। প্রশাসনের উদ্যোগে খোঁজ নেওয়া হচ্ছে সমস্ত কিছু।