রাস্তায় হাত দেখিয়ে মন্ত্রীর গাড়ি থামিয়ে স্কলারশিপ ফর্মে সই করালেন ছাত্রী

জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি: রাস্তায় হাত দেখিয়ে মন্ত্রীর গাড়ি থামিয়ে দিলেন এক ছাত্রী। রাস্তাতেই স্কলারশিপ ফর্মে সই করিয়ে নিলেন। মন্ত্রীর মানবিক রূপ ধরা পড়লো জলপাইগুড়িতে। রবিবার সকালে ঘটনাটি দেখা গেল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি মোড় হয়ে ওদলাবাড়ি যাওয়ার পথে।
জানা গিয়েছে, তাপসী রায় নামে এক কলেজ ছাত্রী স্কলারশিপ ফর্মে সই করারার জন্য স্থানীয় বিধায়ক তথা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বারাইকের বাড়িতে যাবার জন্য বাস ধরতে সেখানে দাঁড়িয়ে ছিলেন। ঘটনা চক্রে সেই পথ ধরে তখন মন্ত্রীর কনভয় গজলডোবা থেকে বাড়ি ফিরছিল। সেসময়ে তাপসী মন্ত্রী গাড়ি দেখে হাত দেখালে মন্ত্রীর গাড়ি সাথে সাথে দাড়িয়ে পড়ে এবং তাপসীকে জিজ্ঞেস করেন কি সমস্যা? তাপসী ব্যাগ থেকে স্কলারশিপ ফর্ম বার করেদেন। কাগজগুলো দেখে মন্ত্রী সাথে সাথে সই করে দেন ।
মন্ত্রী মশাই এভাবে গাড়ি থামিয়ে ফর্মে সই করে দেওয়ায় খুবই খুশি তাপসী। তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানান।
তাপসী রায় বলেন, আমার স্কলারশিপ ফর্মে বিধায়কের সই দরকার ছিল। তাই আমি উনার বাড়ি যাচ্ছিলাম। পথে দেখলাম উনার কনভয় যাচ্ছে। আমি হাত দেখালাম। কনভয় দাঁড়িয়ে গেলো। এরপর মন্ত্রী মশাই সব শুনে আমার ফর্মে সই করে দিলেন। আমার খুব উপকার হল। নইলে আমাকে প্রায় ৭০ কিলোমিটার আপ ডাউন করতে হত। উনাকে ধন্যবাদ। পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন মন্ত্রীর এহেন মানবিক রূপে খুবই খুশি।
এই বিষয়ে মন্ত্রী বুলুচিক বাড়াইক বললেন, আমি বাড়ি ফিরছিলাম। কিন্তু এখানে থেকে ৩৫ কিলোমিটার দূরে আমার কাছে যাবে সই করতে শুনে আমি সাথে সাথে সই করিয়ে দিলাম। আমি চেষ্টা করি সব সময় মানুষের পাশে এইভাবে কাজ করে যেতে। যাতে মানুষের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়।